ভয়াবহ ভূমিধসের কবলে বলিভিয়া

|

ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ভুমিধসের কারণে চরম ক্ষতির সম্মুখীন শতাধিক ঘরবাড়ি, খামার ও ফসলি জমি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার, বলিভিয়ার লাকুইনা নামের গ্রামে ঘটে এই ভয়াবহ ভূমিধস। কোন হতাহতের ঘটনা না ঘটলেও ভুমিধসের কারণে গৃহহীন হয়েছে প্রায় ৪০ টিরও বেশি পরিবার।

কর্তৃপক্ষ জানায়, নিকটবর্তী এলাকার লেগুনের বাঁধ ফেটে এই ভুমিধস শুরু হয়। অতঃপর ছড়িয়ে পড়তে থাকে এলাকা জুড়ে। এতে বিপাকে পড়ে এলাকাবাসী।

অন্যদিকে, দেশটির পোতশী নামের অঞ্চলে, সপ্তাহ জুড়ে টানা ভারি বর্ষণে নদীর পানি উপচে পড়ছে। পাথর আর কাঁদায় ডুবে বিধ্বস্ত বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply