খাগড়াছড়িতে পল্লী চিকিৎসকের ভুলে শিশুর মৃত্যুর অভিযোগ, গ্রেফতার ১ 

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মহালছড়িতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শিশুটির মৃত্যু হয়। পরে অভিযুক্ত পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গ্রামের মো. আমিনুল ইসলামের ৮ মাসের কন্যা সন্তানকে ঠাণ্ডাজনিত কারণে চিকিৎসার জন্য মহালছড়ি বাজারের উষা ফার্মেসীতে নিয়ে যান। তখন ওই পল্লী চিকিৎসক শিশুটিকে প্রথমে নেবুলাইজার এবং পরে ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরে শিশুটি নিস্তজ হয়ে গেলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন আগে গত রোববার (২৫ ফেব্রুয়ারি) ওই শিশুকে ঠাণ্ডাজনিত কারণে একই পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়েছিল।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ওই পল্লী চিকিৎসকের চেম্বার ঘেরাও করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অভিযুক্ত পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীকে থানায় নিয়ে আসা হয়। 

এ বিষয়ে মহালছড়ি থানার ওসি নাসির উদ্দীন জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর কথাও জানান তিনি। 

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply