ধুঁকছে সাকিবের রংপুর, ৫০ না পেরুতেই সাজঘরে ৫ ব্যাটার

|

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রংপুর রাইডার্স। বুধবার (২৮ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

ব্যাটিংয়ে নেমে প্রথম ২ ওভারেই দলীয় ১০ রানে টপ অর্ডারের ২ ব্যাটারকে হারিয়ে বেশ বিপাকে পরে রংপুর। দুই টপ অর্ডার ব্যাটার মেহেদি ও সাকিবকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন। মেহেদি করেন ২ ও সাকিব আউট হন মাত্র ১ রান করে।

এরপর দলীয় ১৮ রানে কাইল মায়ার্সের বলে ডেভিড মিলারের তালুবন্দি হয়ে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদার। ধাক্কা সামলে ওঠার আগেই ৯ম ওভারের শেষ বলে আঘাত হানেন মিরাজ।

ব্যক্তিগত ৩ রানে মিরাজের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলাস পুরান। ১০ম ওভারের প্রথম বলেই ফুলারের বলে আবারও মুশফিকের তালুবন্দি হোন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা জিমি নিশাম। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে সাকিব-সোহানের রংপুর।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply