পাল্টাপাল্টি হামলা চলছেই লেবানন-ইসরায়েল সীমান্তে। হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটিতে অভিযানের কথা জানিয়েছে তেল আবিব।
লেবাননের কাফরা, সিদ্দিকাইন ও হুলা এলাকায় গোলাবর্ষণ করেছে তেলআবিবের সেনারা। দক্ষিণে একটি গ্রামে হামলায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতরা বেসামরিক বলে জানানো হয় লেবাননের গণমাধ্যমে।
ইসরায়েলের ঘাঁটিতেও পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। টার্গেট করা হয় শেবা ফার্মে। গত অক্টোবরে গাজায় তেলআবিবের আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত। এ পর্যন্ত ২শতাধিক হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ৫০ বেসামরিক। হিজবুল্লাহ গোষ্ঠীর হামলায় ইসরায়েলের ১২ সেনা ও ৫ বেসামরিক নিহত হয়েছে।
এটিএম/
Leave a reply