সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দুদিনব্যাপী বার্ষিক নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টার কিছুপর শুরু হয় ভোট গ্রহণ। ভোট চলবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।
গত বছরের নির্বাচনে সহিংসতার ঘটনা দেশজুড়ে আলোচিত হয়েছিল। এবারও তেমন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলেও উৎসবমুখর ভোট হবে, এমন আশাই করছেন আইনজীবী ভোটাররা।
এবারের নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবু সাঈদ সাগর, সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, নীল প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভোটে লড়ছেন। এ দুজন গতবারের নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এছাড়া, সাদা প্যানেলের বাইরেও যুবলীগ সভাপতির স্ত্রী নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে লড়ছেন। প্রবীণ আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমানও লড়ছেন সভাপতি পদে।
এদিন একজন সম্পাদক প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে মহড়া দেয়ার দাবি করে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছেন আওয়ামী লীগ প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে লড়ছেন ৩৩ জন আইনজীবী। দুই দিনব্যাপী নির্বাচনে এবারের ভোটার সাত হাজার ৮৮৩ জন।
/এএম
Leave a reply