ভারতের ঝাড়খণ্ডে ব্রাজিল-স্প্যানিশ দ্বৈত নাগরিক এক নারী পর্যটককে গণধর্ষণের অভিযোগে আরও পাঁচজনকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার, তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ নিয়ে মোট আটজনকে আটক করা হলো। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন।
এর আগে, গত শুক্রবার, ওই যুগলকে উদ্ধার করে পুলিশ। পরে শনিবার, ধর্ষণের ঘটনা তুলে ধরে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেন তারা। ভুক্তভোগী নারী জানান, তাকে ধর্ষণের পাশাপাশি মারধর করা হয় তার স্বামীকে। এরপরই এই ঘটনায় শুরু হয় তোলপাড়। ভারতজুড়ে ওঠে নিন্দার ঝড়। ভিসেন্তে ও ফারনান্দা নামের ওই যুগল মোটরসাইকেলে চড়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান।
\এআই/
Leave a reply