আবারও গাজায় এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেললো যুক্তরাষ্ট্র

|

গাজায় আবারও এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেললো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ মার্চ) জর্ডানের সাথে সমন্বয়ের ভিত্তিতে উপত্যকায় খাদ্য সহায়তা পাঠায় দেশটি। এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইট এ তথ্য জানায়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয়দফা ত্রাণ সহায়তায় মোট ৩৬ হাজার ৮শ জনের খাবার পাঠানো হয়েছে। কার্যক্রম পরিচালনা করেছে মার্কিন বিমান বাহিনী।

এছাড়া, জর্ডানের বিমান বাহিনীও ত্রাণ ফেলেছে এদিন। ফ্রান্স ও মিসরের দেয়া সহায়তাও সরবরাহ করছে দেশটি। সর্বমোট, ৮টি বিমান থেকে খাদ্যপণ্য সরবরাহের কথা জানিয়েছে জর্ডান প্রশাসন। এ পর্যন্ত গাজায় আকাশপথে পাঠানো ত্রাণের সবচেয়ে বড় চালান ফেলা হয়েছে মঙ্গলবার। তবে, সামান্য এ সহায়তা উপত্যকায় দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে আশঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচির।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply