হারানো মোবাইলের ছবি-ভিডিও নিয়ে ব্যাক্লমেইল

|

প্রতীকী ছবি।

মোবাইল ছিনতাই বা হারানোর পর তাতে থাকা ছবি-ভিডিও ব্যবহার করে মালিককে করা হতো ব্ল্যাকমেইল। গত তিন মাসে এমন চক্রের আটজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ১১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে পুলিশের এ ইউনিটটির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

তিনি আরও জানিয়েছেন, সিআইডির সিপিসি পেজে জিডির কপি দেন ভুক্তভোগীরা। এরপর তদন্তের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়েছে। যাচাইবাছাই ছাড়া পুরানো ও সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকতে অনুরোধও জানান সিআইডি প্রধান।

চুরি হওয়া এসব ফোন উদ্ধারের পর গ্রাহকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। ফোন চুরির বিষয়ে মোহাম্মদ আলী মিয়া বলেন, মোবাইল চুরির ঘটনার পর কয়েকবার হাত বদল হয়ে আরেক গ্রাহকের কাছে চলে যায়, এমন তথ্য পাওয়া গেছে। মোবাইল চুরি বা ছিনতাই হওয়ার পরই ঢাকার বাইরে চলে যায় এগুলো।

আসন্ন রমজানকে ঘিরে বাজারে নিত্যপণ্য মজুদ ও ভেজাল পণ্যের বিরুদ্ধে সিআইডি মাঠে সতর্ক অবস্থানে আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply