অনুমোদন না থাকায় রাজধানীর উত্তরায় খাজানা রেস্টুরেন্ট সিলগালা

|

অনুমোদন না থাকায় রাজধানীর উত্তরায় খাজানা রেস্টুরেন্ট ও পার্টিসেন্টার সিলগালা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক কোনো প্রকার লিগ্যাল দলিল কিংবা ট্রেড লাইসেন্স দেখাতে পারেনি।

রোববার (১০ মার্চ) এ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান, একতলা রেস্টুরেন্টটি রাজউকের বাণিজ্যিক প্লট। এর পার্শ্ববর্তী বহুতল ভবনগুলোতে আগুন লাগার শঙ্কা থেকেই তারা এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, এ সময় ভবনের নকশা দেখাতে পারেনি রেস্টুরেন্ট মালিক। নেই সিটি করপোরেশনের ট্রেডলাইসেন্স।

ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তবে এর মধ্যে কোনো কার্যক্রম চালাতে পারবে না রেস্টুরেন্টটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply