ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপুর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রোববার (১০ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে এ খেলা। এনফিল্ডে সিটিজেনদের আতিথ্য দেবে অলরেডসরা।
চলতি মৌসুমে দুদলের পয়েন্টের ব্যবধান মাত্র ১। সমান সংখ্যক ২৭টি ম্যাচ খেলে লিভারপুলের অর্জন ৬৩ পয়েন্ট, টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি। অপরদিকে ৬২ পয়েন্ট নিয়ে ঠিক তার পরেই আছে সিটিজেনরা। টেবিল টপার আর্সেনালের পয়েন্ট ৬৪। তাই আজ দুদলেরই সুযোগ রয়েছে টেবিল টপার হবার।
এদিকে খেলোয়াড়দের দ্বৈরথ ছাপিয়ে ডাগআউটে দুই কোচ পেপ গার্দিওলা-ইয়ুর্গেন ক্লপও থাকবে এই ম্যাচের আলোচনায়। চলতি মৌসুম শেষে দ্বায়িত্ব ছেড়ে দেয়ার কথা রয়েছে লিভারপুল কোচ ক্লপের। স্প্যানিশ গার্দিওলা আর জার্মান ক্লপের কৌশলের লড়াইটা শুরু হয়েছিল ২০১৩ সালে, জার্মান বুন্দেসলিগায়। সেখান থেকে দুই কোচের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণতা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে এসে। দুই কোচ নিজেদের দলকে নিয়ে লিগ শিরোপা লড়াইটাকে নিয়ে গেছেন বাকিদের নাগালের বাইরে।
২০১৮-১৯ মৌসুমে ৯৭ পয়েন্ট পেয়েও শুধুমাত্র ১ পয়েন্টের জন্য সিটির কাছে শিরোপা হারিয়েছিল ক্লপের শিষ্যরা। একই রেকর্ডের পুনরাবৃত্তি হয় ২০২১-২২ মৌসুমেও।
এনফিল্ডে আজ সেই খরা কাটাতে চাইবে লিভারপুল। ক্লপ-গার্দিওলার প্রিমিয়ার লিগের শেষ লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল ভক্তরা। ফার্গুসন-ওয়েঙ্গার-মরিনহোর ত্রিমুখী লড়াই যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ইউরোপিয়ান ফুটবলে ডাগআউট রাইভালরির নতুন যুগের সূচনা করেছিলেন ক্লপ-গার্দিওলা।
উল্লেখ্য, শুধু প্রিমিয়ার লিগই নয়, এফএ কাপে লিভারপুল-সিটির দেখা না হলে আজই শেষবারের লড়াই হয়ে যেতে পারে দুজনের।
/এমএইচআর
Leave a reply