ড্র-তে শেষ হলো ক্লপ-গার্দিওলার শেষ প্রিমিয়ার লিগ দ্বৈরথ

|

ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করেছে লিভারপুল-ম্যানচেস্টার সিটি। রোববার (১০ মার্চ) অ্যানফিল্ডে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর ফলে ইয়ুর্গেন ক্লপ-পেপ গার্দিওলার শেষ প্রিমিয়ার লিগের ডাগআউট দ্বৈরথে জিতলেন না কেউই।

জয় পেলে টেবিলের শীর্ষে উঠার সুযোগ দু’দলের সামনেই। এমন সমীকরণে সেরা একাদশের বেশ কয়েকজন তারকাকে বাইরে রেখেই একাদশ সাজাতে হয়েছে অলরেডস কোচ ইয়ুর্গেন ক্লপকে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠা সালাহকে মাঠে নামতে দেখা গেছে ম্যাচের ৬০ মিনিটে। যার ফায়দা নিতে ভুল করেনি সিটিজেনরা।

শেষ প্রিমিয়ার লিগ দ্বৈরথে ক্লপ-গার্দিওলা। জিতলেন না কেউ ই।

অ্যানফিল্ডে ম্যাচের ২৩ মিনিটে জন স্টোনসের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। বিরতির পর ঘুরে দাঁড়ায় লিভারপুল। প্রতিপক্ষের ভুলে পেনাল্টি পায় দলটি। স্পট কিকে দলকে সমতায় ফেরান ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধের বাকিটা সময় আধিপত্য দেখিয়েও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

উল্লেখ্য, পয়েন্ট ভাগাভাগি হওয়ায় টেবিলের অবস্থানে আসেনি কোনো পরিবর্তন। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে টেবিল টপার আর্সেনাল। লিভারপুল–সিটি পয়েন্ট ভাগাভাগি করুক, নিশ্চয় সেই কামনায় ম্যাচ দেখতে বসেছিলেন আর্সেনাল সমর্থকেরা। কারণ, দুদলের কেউ জিতলেই গানারদের শীর্ষস্থান হারাতে হতো। শেষ পর্যন্ত সেটিই সত্যি হল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply