সারাদেশে টিভি সম্প্রচার বন্ধে কোয়াবের সিদ্ধান্ত স্থগিত

|

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের আশ্বাসে সম্প্রচার বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করলো ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির সভাপতি এ বি এম সাইফুল হোসেন যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেশ কিছুদিন ধরে পাইরেসি পে-চ্যানেল ও ওটিটিতে লাইভ চ্যানেল বন্ধ রাখাসহ বিভিন্ন দাবির কথা বলে আসছে ক্যাবল অপারেটররা। সবশেষ ৩ মার্চ রাজধানীর লেডিস ক্লাবে বার্ষিক সাধারণ সভায় কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় কোয়াব নেতারা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হলে ১১ মার্চ দেশে স্যাটেলাইট টিভি সম্প্রচারে ব্ল্যাক আউট দেয়া হবে।

দাবি পূরণে কাজ চলছে জানিয়ে গতকাল রোববার কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। এ আশ্বাসেই আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানান কোয়াব সভাপতি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply