একদিনের বেশি সময় পার হলেও সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করতে পারেনি সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এরইমধ্যে অপহরণকারীরা যে মুক্তিপণ চেয়েছে, তা নিয়ে ঢাকার অবস্থান জনসম্মুখে বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী।বললেন, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এ নিয়ে কাজ চলছে। নাবিকদের ফিরিয়ে আনতে সর্বাত্মক কাজ করছে সরকার।
এর আগে, নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ড. হাছান মাহমুদ।
/এমএন
Leave a reply