‘সাইবার অপরাধে ভুক্তভোগীদের অধিকাংশই নারী ও কিশোরী’

|

প্রতিদিন শত শত সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। যার অধিকাংশ ভুক্তভোগী হচ্ছেন নারী ও কিশোরীরা। তাই বুঝে শুনে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন–অর–রশীদ।

বুধবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর বারিধারার সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে সাইবার অপরাধের ঝুঁকি বিষয়ে এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

হারুন–অর–রশীদ বলেন, এখন প্রতারক চক্রের অন্যতম হাতিয়ার অনলাইন। তাই মোবাইল বা ইন্টারনেটে অপরিচিত কারো সাথে বন্ধুত্ব, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থীদের ইন্টারনেটের ভালো দিকগ্রহণের পাশাপাশি খারাপ দিকগুলো এড়িয়ে চলতে এ সময় আহ্বান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ পুলিশের সাইবার টিম এখন শক্তিশালী বলেও উল্লেখ করেন তিনি। অনলাইনে যেকোনো প্রতারণা বা ব্লাকমেইলের শিকার হলে দ্রুত পুলিশের সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply