স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
যাত্রা বিরতির দাবিতে রংপুরের পীরগাছায় রেলপথ অবরোধ করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকে রাখলো স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তৃতীয় দিনের মতো ঘটলো আটকে রাখার এ ঘটনা। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনটি আটকে রাখেন তারা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি সভাপতি মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আফসার আলী পরামানিক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন ট্রেনটি আটকে রাখার ঘোষণা দেন তারা।
এর আগে, মঙ্গলবার (১২ মার্চ) লালমনিরহাটের বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত ‘বুড়িমারী এক্সপ্রেস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই যাত্রায় পীরগাছায় কোনো স্টপেজ না দেয়ার কারণে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। সেখানে যাত্রাবিরতির দাবিতে ট্রেনটি ৩৫ মিনিট আটকে রাখে তারা। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো এই অবরোধ কর্মসূচি পালন করলো পীরগাছাবাসী।
/এএম
Leave a reply