চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের নিউমার্কেট এলাকার রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৬ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ব্যাংটির চট্টগ্রাম জোনাল হেড আশরাফ উদ্দিন চৌধুরী জানান, ব্যাংকের ভল্ট অক্ষত রয়েছে। আগুনে নগদ টাকার কোনও ক্ষতি হয়নি।
এর আগে, শনিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে এ অগিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। এ সময় ভবনের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে। এর ফলে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। তবে এখনও আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে আগুন নির্বাপনের সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইফতারের আগে থেকেই ভবনটি থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে হঠাৎ ভেতরে একটি শব্দ হয়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে।
/আরএইচ
Leave a reply