শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে বহিষ্কার করেছে দলটির অন্য নেতারা। ঘোষণা করা হয়েছে নতুন কমিটি। দলটির বতর্মান প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমীন বেপারী ও মহাসচিব এড. শাহ আহম্মেদ বাদল।
আজ শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আমীন বেপারী, শাহ আহম্মেদ বাদল প্রমুখ।
অধ্যাপক নুরুল আমীন বেপারী জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন দিয়ে বলেন, বি. চৌধুরীর নের্তৃত্বে বিকল্পধারা ছিলো জন আকাঙ্খার বিরোধী শক্তি। এসময় তিনি নিজেদের বিকল্পধারার মূল স্রোতের অংশ হিসেবে দাবি করেন। তিনি বলেন, দু-একদিনের মধ্যেই সভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।
Leave a reply