আনুষ্ঠানিকভাবে এক হলো এক্সিম-পদ্মা ব্যাংক

|

একীভূত হচ্ছে এক্সিম ও পদ্মা ব্যাংক। এ সম্পর্কে চূড়ান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ ব্যাংকে। সোমবার (১৮ মার্চ) এই চুক্তি স্বাক্ষরিত হয়। দুই ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, একীভূত হলেও আমানতকারীর স্বার্থ অক্ষুন্ন থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের চাকরিও থাকবে।

তথ্য বলছে, দেশের ৫০টি বেসরকারি ব্যাংকের মধ্যে ১০টি দুর্বল হয়ে পড়েছে। এগুলোকে টিকিয়ে রাখতে অন্যান্য ব্যাংকের সাথে একীভূত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ধুঁকতে থাকা পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে এক্সিমে

এদিকে, একীভূত হওয়ার মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারবাজারে পদ্মা ব্যাংক না থাকলেও এক্সিম ব্যাংক ২০০৪ সালে তালিকাভুক্ত হয়। সে হিসেবে দুই ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া বিনিয়োগকারীদেরকে জানানোর বাধ্যবাধকতা আছে।

এর আগে, গত ৬ মার্চ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠক হয় গভর্নর আব্দুর রউফ তালুকদারের। ওই বৈঠকে গভর্নর জানিয়েছিলেন, এক বছরের মধ্যে দেশের দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করা হবে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply