আবারও ট্রেবল জয়ের হাতছানি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সামনে। এফএ কাপের শেষ চারে নাম লিখিয়েছে সিটি। আগামী মাসে যাদের প্রতিপক্ষ চেলসি। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে দিতে হবে কঠিন পরীক্ষা। কারণ কোয়ার্টারে তাদের সামনে আছে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। পাশাপাশি জমে উঠেছে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইও।
তবে ট্রেবল জয়ের ভাবনায় এখনই বিভোর হতে নারাজ গত মৌসুমে ট্রেবল জয়ী কোচ গার্দিওলা। কারণ এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের আগেই তাদের অপেক্ষায় আর্সেনালের চ্যালেঞ্জ। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। তাই তো আর্সেনালের সঙ্গে ম্যাচটিকেই ফাইনাল বলে অ্যাখ্যা দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
পেপ গার্দিওলা বলেন, একটি একটি করে পদক্ষেপে এগোতে চাই আমরা। আর্সেনালের বিপক্ষে ফাইনাল এখনও বাকি আছে। ভবিষ্যৎ নিয়ে এখনই খুব একটা ভাবতে চাই না। সামনের সময়টুকুর তীব্রতা প্রচণ্ড।
আন্তর্জাতিক সূচির ব্যস্ততার জন্য বিরতি চলছে ক্লাব ফুটবলে। বিরতির পরই মাঠে গড়াবে সিটি-আর্সেনাল মহারণ। জাতীয় দলের খেলা শেষে সব ফুটবলারকে পুরোপুরি ফিট ও সুস্থ অবস্থায় পাওয়ার প্রত্যাশা করছেন সিটি কোচ। পেপ গার্দিওলা বলেন, আন্তর্জাতিক ম্যাচগুলো দেখবো না আমি। বিশ্রাম নেব। ফুটবলাররা যখন ফিরবে, তখন দেখবো কতজন ঠিকঠাক ফিরতে পারে। ওরা ফেরার পর আর্সেনালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতির সময় থাকবে তিন দিন। দেখা যাক…।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ৩১ মার্চ মুখোমুখি হবে ম্যান সিটি ও আর্সেনাল। এই দুই জায়ান্টের ম্যাচের ফলাফল বড় প্রভাব ফেলতে পারে শিরোপার লড়াইয়ে।
/আরআইএম
Leave a reply