হজ ব্যবস্থাপনায় বিশ্বের কাছে বাংলাদেশ মডেল হতে চায় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর অফিসার্স ক্লাবে হাবের আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সরকারের আন্তরিকতার অভাব নেই। বাংলাদেশের হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে বিষয়ে সৌদি আরবের সঙ্গে কাজ করছে সরকার।
ফরিদুল হক খান আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে হজের ব্যবস্থা করতে হবে। হজ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা চিহ্নিত করতে হবে। হজযাত্রা সহজীকরণে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, এ বছরের হজ ব্যবস্থাপনা হবে চ্যালেঞ্জের। কেননা, সৌদি সরকার হজ পালনে কিছু পরিবর্তন এনেছে।
হাব সভাপতি আরও বলেন, এ বছর নির্ধারিত সময়ের পর হজ যাত্রীদের টাকা দেরিতে পাওয়াতে এজেন্সিদের পক্ষে যাত্রীদের জন্য সুবিধাজনক স্থানে বাড়ি ভাড়া সম্ভব হয়নি।
/এএম
Leave a reply