বলিভিয়ায় ৭ টন কোকেইন উদ্ধার

|

ছবি: রয়টার্স

বলিভিয়ায় পরিত্যক্ত লোহা-লক্কড়ের মধ্যে থেকে জব্দ হলো ৭ টনের বেশি কোকেইন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার লাতিন দেশ চিলি থেকে ধাতব বোঝাই ৩টি ট্রাক যাচ্ছিলো ইউরোপীয় দেশ বেলজিয়ামের উদ্দেশে। কিন্তু চিলি সীমান্তেই ট্রাকগুলো আটকে দেয় বলিভিয়ার স্পেশাল ফোর্স। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে বলিভিয়ার পুলিশ। কিন্তু পলাতক রয়েছে মূল অভিযুক্ত। এটি বলিভিয়ার ইতিহাসে মাদকদ্রব্যের চালান জব্দের অন্যতম বড় ঘটনা।

এর আগেও, জানুয়ারিতে একই সীমান্তে ৮ টনের বেশি কোকেইন জব্দ করে দেশের সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ। বিশ্বের ৩য় বৃহত্তম কোকা গাছ উৎপাদনকারী দেশ বলিভিয়া। যা কোকেইন তৈরিতে ব্যবহৃত হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply