মাঠে ফিরেই মাশরাফির ৫ উইকেট, সহজ জয় রূপগঞ্জের

|

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বুড়ো হারের ভেলকি দেখালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। ধীরগতিতে কয়েক কদম দৌড়ে বল করলেও লাইন-লেন্থটা থাকে আপ টু দ্যা মার্ক। নড়াইল এক্সপ্রেসের বোলিং তাণ্ডবেই মাত্র ১৩৬ রানের গুটিয়ে গেছে গাজী গ্রুপের ইনিংস। যা খুব সহজেই টপকে যায় মাশরাফির রূপগঞ্জ।

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার (২১ মার্চ) মুখোমুখি হয় দুদল। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত ছিল গাজী গ্রুপের। প্রথম দশ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৫৭ রান। এরপরই ছন্দপতন হয় গাজীর। প্রথম ওভারের পঞ্চম বলেই প্রীতমকে সাজঘরে ফিরিয়ে শুভাগত হোমের আস্থার প্রতিদান দেন মাশরাফি। এরপর মাশরাফির জোড়া আঘাত। নিজের চতুর্থ ওভারে ম্যাশের শিকার হন সাব্বির হোসেন ও ফয়সাল আহমেদ।

গাজীর ব্যাটিং লাইনআপে রীতিমত ধস নামান নড়াইল এক্সপ্রেস। পরের ওভারেই মাশরাফিকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন মঈন খান। এরপর মাহফুজুর রাব্বিকে আউট করে পূরণ করেন নিজের ফাইফার। এ নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মত ৫ উইকেট পেলেন সাবেক টাইগার কাপ্তান।

মাশরাফির বোলিং তোপে ২ উইকেটে ৮২ রান তোলা গাজীর ইনিংস থামে ১৩৬ রানে। স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমেও ৭৯ রানে চার উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে রূপগঞ্জ। তবে পঞ্চম উইকেটে রিজওয়ান ও শামীম হোসেনের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ।

৮ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। তাইতো ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মাশরাফি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply