রংপুরে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দু’জন গ্রেফতার 

|

সংঘর্ষের ছবি

সিনিয়র করেসপন্ডেন্ট, রংপুর: 

রংপুর মহানগরীর মডার্ন মোড়ের নিয়ন্ত্রণ এবং গাড়ি থেকে উঠানো চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে পুর্ব শত্রুতার জেরে যুবলীগ  নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
 
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) উৎপল কুমার জানান, সংঘর্ষের ঘটনায় রাতেই ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হোসেন। অভিযান চালিয়ে ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোক্তারুল ইসলাম বাবু ও তার ভাতিজা পলাশকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মডার্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের সাথে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের সংঘর্ষ: আহত ৫

শুক্রবার (২২ মার্চ) রাতে যুবলীগ নেতা বাবুর নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা রাব্বির সমর্থকদের সংঘর্ষ লাগে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত  হয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply