ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

|

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এরইমধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৪ মার্চ) দুপুরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের বাংলাদেশ সফর বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান থেকে প্রায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। তাই বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই জলবিদ্যুৎ চুক্তি চূড়ান্ত হবে বলে জানান ড. হাছান মাহমুদ।

তিনি জানান, ২৫ থেকে ২৮ মার্চ রাষ্ট্রীয় সফর করবেন ভুটানের রাজা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো সরকার প্রধানের এটাই প্রথম সফর। এ সফরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক করবেন ভুটানের রাজা। এছাড়া, জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। সবশেষ, পদ্মা সেতু পরিদর্শন করবেন ভুটানের রাজা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply