আইপিএল চলাকালীন আইপিএল নিয়েই প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের ক্রিকেটারের প্রশ্ন, আইপিএল কি আদৌ ক্রিকেট? ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের অন্যসব ইস্যু এখানে গুরুত্ব পায়। মিডিয়া স্বত্ব আয়ে পৃথিবীর দ্বিতীয় দামি লিগ আইপিএল। দীর্ঘ দেড় যুগে আইপিএলের বদলে যাওয়া অবাক করে অশ্বিনকে।
চলতি মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রবিচন্দ্রন অশ্বিন আইপিএল নিয়ে কথা বলেছেন ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলাপে আইপিএলের বিশালত্ব নিয়ে কথা বলেন তিনি।
অশ্বিন বলেন, আমি যখন প্রথম আইপিএল খেলতে এসেছিলাম, ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে অনেক কিছু শিখতে পারবো। আমি তখনও জানতাম না আইপিএল ১০ বছর পরে কোথায় যাবে? এত বছর ধরে খেলছি। আইপিএল বিশাল বড় প্রতিযোগিতা। ক্রিকেটের পাশাপাশি আরও অনেক কিছু আছে।
আইপিএলের সমালোচনা করতে গিয়ে নয়, বরঞ্চ অশ্বিন কথাটা বলেছেন আইপিএল কত বড় হয়ে উঠেছে সেটি বোঝাতে গিয়ে। ভারতের তারকা স্পিনার গুটিকয়েক খেলোয়াড়ের একজন, যারা দেড় দশক ধরে আইপিএলে খেলে চলেছেন। চোখের সামনে থেকে দেখেছেন টুর্নামেন্টের বেড়ে ওঠা। সেই আইপিএল এর বিশালতা এতো বড় যে বাইশ গজের ব্যাট-বলের লড়াই ছাপিয়ে গেছে মাঠের বাইরের বিষয়েও। আর তাইতো আইপিএলে এখন ক্রিকেটের জায়গা নিয়ে প্রশ্ন তোলেন অশ্বিন।
অশ্বিন বলেন, কখনও কখনও আমার মনে হয়, আইপিএল কি আদৌ ক্রিকেট? কারণ, এখানে ক্রিকেটকেই সবার শেষে রাখা হয়। এমনও সময় গিয়েছে যখন আমরা বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে অনুশীলন করেছি। মাঠে অনুশীলনের সময়ই পাইনি।
আইপিএলে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের মতো দলের হয়ে খেলার পরে এখন রাজস্থান রয়্যালসে খেলেন অশ্বিন। দলের নিয়মিত সদস্য তিনি। আইপিএলে নিয়মিত খেললেও ভারতের টি-টোয়েন্টি দলে অনিয়মিত অশ্বিন। অবশ্য জাতীয় দলে টেস্টের নিয়মিত মুখ অশ্বিন।
২০২২ সালে পরবর্তী পাঁচ বছরের জন্য আইপিএল মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছিল ৪৮ হাজার ৩৯০ কোটি রুপিতে। এর মধ্যে ম্যাচ প্রতি মিডিয়া স্বত্ব আয়ে পৃথিবীর দ্বিতীয় দামি লিগ আইপিএল; শীর্ষে যুক্তরাষ্ট্রের এনএফএল।
/আরআইএম
Leave a reply