চোর-ডাকাতদেরকেই বিএনপি নিজেদের কর্মী মনে করে: হাছান মাহমুদ

|

বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী নির্যাতনের শিকার বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এই দাবি প্রত্যাখ্যান করেন। বলেন, দেশে প্রতিদিন ৩-৪ হাজার চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেফতারের এই পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল দাবি করেছে ৮০ শতাংশ নেতাকর্মী নির্যাতনের স্বীকার৷ এই ছিনতাইকারী, চোর ও ডাকতদেরকেই বিএনপি নিজেদের কর্মী মনে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী৷

হাছান মাহমুদ আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। একজন খল চরিত্রকে মহানায়ক বানাচ্ছে বিএনপি৷ বর্তমান প্রজন্মের কাছে খোলাসা হয়ে গেছে জিয়াউর রহমানের চরিত্র। আর এতেই বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply