বুয়েটে ছাত্রলীগের গোপন ‘মিটিং’: শিক্ষার্থীদের বিক্ষোভ

|

পুরোনো ছবি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে গোপনে ছাত্রলীগের মিটিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ মার্চ) দুপুর আড়াইটা থেকে বুয়েটের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

২০১৯ সালে ৭ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার পর থেকেই ক্যাম্পাসটিতে ছাত্রলীগসহ সকল দলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কিন্তু শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পাসে গোপন মিটিং করেছে বুয়েট ছাত্রলীগ, এমন অভিযোগ শিক্ষার্থীদের।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, গত ২৮ মার্চ রাত ৩টার দিকে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসে মিটিং করে। এ ঘটনায় বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply