ক্যালেন্ডারে চোখ পড়লেই বোঝার বাকি নেই যে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক মাগফিরাত শেষের পথে। আজ বুধবার (৩০ মার্চ) পবিত্র রমজানের ১৯ নম্বর রোজা। আগামিকালের রোজার মধ্য দিয়ে শেষ হবে মাগফিরাতের (দ্বিতীয়) দশক।
মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মহান আল্লাহর অসংখ্য গুণাবলীর মাঝে অন্যতম একটি গুণ হলো তিনি ক্ষমাশীল। এজন্য আল্লাহ তায়ালার অপর একটি নাম হলো ‘আল-গাফুর’। আর ‘গাফুর’ শব্দের বাংলা অর্থ হলো ‘ক্ষমাশীল’। বান্দা যেন তার সারা বছরের কৃত সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামীন রমজান মাসের দ্বিতীয় ১০ দিনকে মাগফিরাত তথা ক্ষমা লাভের দিন হিসেবে ধার্য করেছেন।’
পবিত্র কোরআনের সুরা আয-যুমারের ৫৩ নম্বর আয়াতে মহান আল্লাহ উল্লেখ করেন, ‘বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর জুলুম (গুনাহ) করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
এছাড়াও সূরা আন-নুরের ৩১ নম্বর আয়াত মহান আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পার।
অন্যদিকে সুরা মুজ্জাম্মিলের ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’
আল্লাহ তা’য়ালা তার বান্দাদের ডাক প্রসঙ্গে স্পষ্ট করে বলেন, ‘তোমরা আমাকে ডাক; আমি তোমাদের ডাকে সাড়া দেই’। তাই, মাগফেরাতের এ দশকে প্রতিটি মুমিনের আশা আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন।
মূলত মাগফেরাতের মূল শিক্ষা হলো, বান্দা আল্লাহর ক্ষমা পাবে এবং সবাইকে ক্ষমা করে দেবে।
এছাড়াও তিরমিজি শরিফে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।’
মহান আল্লাহ’র দোয়া ও অনুগ্রহ সবার নসিব হোক!
/এআই
Leave a reply