ময়মনসিংহে তৃতীয় লিঙ্গের মসজিদ, নামাজ পড়ছেন এলাকার সবাই

|

ময়মনসিংহ ব্যুরো:

মসজিদে তৃতীয় লিঙ্গের মানুষদের নামাজ পড়তে দেয়া হয় না। নামাজ পড়তে গেলে নানা বাধা বিপত্তি আসে। তাই ইমামের পেছনে দাড়িয়ে নামাজ আদায় করতে নিজেরাই বানালেন মসজিদ। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহে। জেলার ব্রহ্মপুত্র নদের চর কালিবাড়ি এলাকায় মসজিদটি বানানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের আঙ্গিনায় অযু করছেন আখি হিজরা। একে একে মসজিদে আসতে শুরু করেন আরও তৃতীয় লিঙ্গের মানুষ। কোনো ভেদাভেদ না রেখে একইসাথে জামাতে অংশ নেন এলাকাবাসীও।

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠি জামে মসজিদের সভাপতি আব্দুল মোতালেব বলেন, এই জনগোষ্ঠীকে সাথে নিয়েই এলাকাবাসী উদ্যোগ নিয়েছে। এখানে কোনো ভেদাভেদ নেই। তাদের সাথে মিলেমিশে কাতারেই নামাজ আদায় করছে এলাকাবাসী।

এ সময় তৃতীয় লিঙ্গের একজন জানান, মৃত্যুর পর আমাদের কেউ জানাজা দেবে কি না, সে নিয়ে চিন্তা ছিল। কিন্তু বর্তমানে অন্য সবার মতোই আমাদের জানাজা ও দাফন হবে বলে আশা করছি।

মসজিদটির ইমাম হাফেজ মোহাম্মদ কারিমুল ইসলাম বলেন, এ জনগোষ্ঠীর খেদমতের সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। দেশের এরকম আরও মসজিদ যাতে গড়ে উঠে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সেতু বন্ধণ কল্যান সংঘের সভাপতি জয়িতা তনু হিজড়া বলেন, আমরাও মানুষ। আমরা তাদেরই সন্তান। একসাথে মিলেমিশে সবাই নামাজ আদায়, কোরআন পাঠ ও ইফতার করছি। এর ফলে কিছুটা হলেও বৈষম্য দূর হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সহযোগিতায় ৩৩ শতাংশ সরকারি খাস জমির ওপর মসজিদ ও কবরস্থান নির্মাণ করা হয়েছে। মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগের পাশাপাশি মসজিদ কমিটিও করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply