গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আবারও শুরু হচ্ছে আলোচনা। রোববার (৩১ মার্চ) মিসরের রাজধানী কায়রোয় হামাস ও ইসরায়েলের প্রতিনিধির সাথে আলোচনায় বসার কথা রয়েছে মধ্যস্থতাকারী দেশগুলোর। মিসরীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
দেশটিতে পৌঁছেছেন ফ্রান্স ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার (৩০ মার্চ) এক যৌথ বিবৃতিতে গাজায় ‘অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি’ এবং হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতে দুপক্ষকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারীরা।
শনিবার এ তথ্য জানিয়েছে মিসরের গণমাধ্যমগুলো। শুরুতেই আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে হামাস। ইসরায়েলি প্রতিনিধির সাথে মধ্যস্থতাকারীদের আলোচনা আগে পর্যবেক্ষণ করবে তারা। এরপর নেবে সিদ্ধান্ত।
/এএম
Leave a reply