৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান

|

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি দ্বারা প্রকাশিত এই ছবিটি হুয়ালিয়েনে ৫.৫ মাত্রার ভূমিকম্পের পরে সুহুয়া হাইওয়ের পাশের রেলওয়েকে ঢেকে ফেলেছে পাথর। ছবি: তাইওয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।

ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান!  সোমবার (২২ এপ্রিল) দেশটির স্থানীয় সময় বিকেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে, তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।

/এআই  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply