বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জের হাওরে ফসল কাটার ধুম

|

অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশজুড়ে। এই খরতাপের মধ্যেই ৩ মে থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় হাওরের ফসল দ্রুত কেটে নেয়া হচ্ছে। এরইমধ্যে সুনামগঞ্জে হাওরের ৯১ শতাংশ ধান কাটা শেষ। এ বছর ফসল সংগ্রহে কাজ করছে প্রায় এক হাজার কম্বাইন্ড হারভেস্টার ও দুই লাখ শ্রমিক।

দেশের হাওরের বড় অংশই সুনামগঞ্জে। চলতি বোরো মৌসুমে ১২ উপজেলার দুই লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো।

আগামী ৩ মে থেকে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তার আগেই ফলন ঘরে তুলতে হবে। জমির ৮০ শতাংশ ধান পাকলেই ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি অধিদফতর।

কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে হাওরের ৯১ শতাংশ ধান কাটা শেষ করেছে কৃষক। বাকি ধানও দ্রুততম সময়ে গোলায় তোলার চেষ্টা চলছে।

হাওরে ধান কাটায় এ বছর প্রায় এক হাজার কম্বাইন্ড হারভেস্টার ও দুই লাখ শ্রমিক কাজ করছে। শতভাগ ধান সংগ্রহ করা গেলে ১৩ লাখ ৭৭ হাজার ৫০৪ মেট্রিক টন ধান পাওয়া যাবে।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply