দুই দশকে গাছবেষ্টিত এলাকা কমেছে ৬ লাখ একরেরও বেশি

|

ছবি: সংগৃহীত।

দুই দশকে বাংলাদেশে গাছ বেষ্টিত এলাকা কমেছে প্রায় ৬ লাখ ৭ হাজার ৬২০ একর। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফরেস্ট ওয়াচের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

২০০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সময়ে গাছে আবৃত্ত এলাকার পরিমাণ আগের তুলনায় ১৩ শতাংশ কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ২০১৭ সালে। যা প্রায় ৭০ হাজার একর।

গবেষণার তথ্যে বলা হয়েছে, ২০১০ সালে বাংলাদেশে প্রায় ৪৯ লাখ সাড়ে ৯৬ হাজার একর প্রাকৃতিক বনভূমি ছিল। যা মোট ভূমির ১৬ শতাংশ। প্রতিবছরই সেই বনভূমি কমছে। যার মধ্যে শুধু ২০২৩ সালেই বনভূমি কমেছে প্রায় ৪৪ হাজার একর। এই বিশাল এলাকার গাছগাছালি ধ্বংস না হলে অন্তত ৭৫ মেগাটন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো যেত।

গত ২০ বছরে চট্টগ্রাম অঞ্চল যে পরিমাণ বৃক্ষ আচ্ছাদিত এলাকা হারিয়েছে, তার ৭৬ শতাংশই বান্দরবান ও রাঙামাটিতে। এই সময়ে বৃক্ষ আচ্ছাদিত এলাকা সবচেয়ে বেশি উজাড় হয়েছে বান্দরবানে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply