চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১টি বস্তির বাসিন্দাদের জন্য ৯টি জায়গায় কুলিং জোন করে দেয়া হবে— এ তথ্য জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (৩ মে) সকালে রাজধানীর উত্তরা কল্যাণ সমিতির খেলার মাঠের সংস্কারকৃত ওয়াকওয়ের উদ্বোধন ও রিকশাচালকদের মধ্যে স্যালাইন ও ছাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
পরিবেশের বিরুদ্ধে না, পরিবেশ যারা নষ্ট করছে তাদের রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, গরমে মানুষকে কতটা আরাম দেয়া যায় সে লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন। তাপমাত্রা কমাতে ১০টি ব্রাউজারের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে পানি ছিটানো হচ্ছে।
দোকানের সামনে পানির ব্যবস্থা করে দিতে দোকান মালিক ব্যবসায়ী সমিতির প্রতি অনুরোধ জানান তিনি।
তাজউদ্দিন পার্ক ‘দখল’ এর বিষয়ে এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, এই পার্ক দখল হচ্ছে না। বৃষ্টির সময় বাচ্চাদের ফুটবল খেলার জন্য আন্তর্জাতিক মানের টার্ফ তৈরি করা হচ্ছে।
/এমএন
Leave a reply