পটুয়াখালীতে খাল সংস্কারের নামে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

|

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কালিকাপুরে খাল সংস্কারের নামে ব্যক্তি মালিকানায় থাকা অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ মে) ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

গাছগুলোর মালিক সোহরাব হোসেন অভিযোগ করেন, বিষয়‌টি বিভাগীয় বন কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা।

পটুয়াখালী সদর উপজেলার এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, সাসটেইনেবল স্মল স্কেল ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ইউনিয়নের বহালগাছিয়া খাল সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। সংস্কার কাজের জন্য ওই খালের পাড়ে সোহরাবের জমিতে লাগানো অর্ধশত মেহগনি গাছ উপড়ে ফেলা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সোহরাব হোসেন জানান, গাছগুলো কাটার আগে তাকে জানানো হয়নি। বিষয়টি তাকে জানানো হলে তিনি আগে থেকে ব্যবস্থা নিতেন। এর ফলে আর্থিকভাবে কয়েক লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।

এলজিইডির প্রকৌশলী বোরহান মেহেদী জানান, কারও ব্যক্তিগত সম্পদ ক্ষতি করে সরকারি কাজ করার নিয়ম নেই। বিষয়টি সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. স‌ফিকুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এভাবে গাছ কাটার কোনো নিয়ম নেই। ভুক্তভোগীর লি‌খিত অভিযোগ পেলে সং‌শ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

/আরএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply