ইউরোপ পর্ব শেষ করে আবারও ব্রাজিলীয়ান ক্লাব ফুটবলে ফিরেছেন থিয়েগো সিলভা। শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সাথে দুই বছরের চুক্তি সেরেছেন এই ব্রাজিলীয়ান তারকা ডিফেন্ডার।
চলতি ফুটবল মৌসুমেই চেলসির সাথে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে সিলভার। জুলাইয়ে ব্রাজিলীয়ান ক্লাবটির হয়ে খেলতে বাধা থাকবে না তার। ফ্লুমিনেন্স ছাড়ার পর গত ১৬ বছরে এসি মিলান, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসির হয়ে খেলেছেন রক্ষণভাগের অন্যতম সেরা এই ফুটবলার। জাতীয় দলের সতীর্থ মার্সেলোও সিলভার নতুন ওই ক্লাবে আছেন। এছাড়া ব্রাজিলের ঘরোয়া লিগে ম্যানুয়েল, অ্যান্তনিও কার্লোস, ফিলিপ মেলো, থিয়েগো সান্তোস ও ফিলিপ আন্দ্রাদের সঙ্গে খেলবেন তিনি।
সিলভার নতুন করে ক্লাবে ফেরার প্রথম সংবাদ ফ্লুমিনেন্স দিয়েছে এভাবে, আমরা সব সময় একসঙ্গে ছিলাম। হ্যাশট্যাগ দিয়ে তারা এরপর সিলভাকে নিয়ে দেয়া প্রতিটি পোস্টে লিখছে, দ্যা মনস্টার ইজ ব্যাক।
থিয়েগো সিলভাকে দলে নিতে ফ্লুমিনেন্সের সাথে লড়াই চলে মেজর লিগ সকার ও সৌদি লিগের ক্লাবগুলোর। ইউরোপীয় ক্লাবের হয়ে গত ১৪ বছরে সবমিলিয়ে ৩০টি শিরোপা জয় করেছেন এই ডিফেন্ডার।
/আরআইএম
Leave a reply