সন্ধ্যায় কুতুবদিয়ায় ভিড়ছে এম ভি আব্দুল্লাহ

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। অবশেষে বাড়ি ফিরছে সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত ২৩ নাবিক। শ্রীলঙ্কার কলম্বো বন্দর ছেড়ে আসা জাহাজ এম ভি আব্দুল্লাহ আজ সোমবার (১৩ মে) সন্ধ্যায় ভেড়ার কথা রয়েছে কক্সবাজারের কুতুবদিয়া বহির্নোঙরে।

সেখানে চুনাপাথর খালাসের পর আগামিকাল মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টায় সমুদ্রপথে জাহাজটি ভিড়বে চট্টগ্রাম বন্দরে। কুতুবদিয়া থেকে ২৩ নাবিককে মঙ্গলবার চট্টগ্রামে আনতে এরইমধ্যে রওনা দিয়েছে ‘এমভি জাহানমনি ৩’ নামে আরেকটি জাহাজ।

বাংলাদেশ কন্টেইনার শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ফায়াজ খন্দকার বলেন, জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এম ভি আব্দুল্লাহ জাহাজটি সোমালিয়া থেকে ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে। সেখানে কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল জাহাজটি মিনা সাকার বন্দরে যায়। সেখান থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে জাহাজটি রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি দস্যুদের কবলে পড়ে কেএসআরএম মালিকানাধীন কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply