এপ্রিলে দশ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি

|

আবারও দশ শতাংশ ছাড়িয়েছে খাদ্য মূল্যস্ফীতি। গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশ। তাতে ৪ মাস পর খাদ্য মূল্যস্ফীতি আবার দশ শতাংশ ছাড়াল। আগের মাসে অর্থাৎ মার্চে এই হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ সোমবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কিছুটা কমে ৯ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। মার্চে এর হার ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। আগের মাসে যা ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।

বিবিএসের মাসিক হালনাগাদ প্রতিবেদনে আরও দেখা যায়, এপ্রিলে শহরের তুলনায় গ্রামের মানুষের বেশি কষ্ট হয়েছে। গ্রামে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৬। খাদ্যে গ্রাম ও শহর দুই অঞ্চলেই মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়েছে।

সার্বিক দিক বিবেচনায় এক বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি উচ্চই রয়ে গেছে। সরকারের বিভিন্ন প্রচেষ্টার পরও কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply