ব্যবসা করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন: এফবিসিসিআই সভাপতি

|

ব্যবসা করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। বন্দরে বিড়ম্বনায় পড়ছেন। ভ্যাট-ট্যক্স আহরণের নামে হয়রানি হচ্ছেন উদ্যোক্তারা। কালক্ষেপণ ও খরচ বাড়ায় সূচকে পিছিয়ে পড়ছে দেশ এ অভিযোগ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

মঙ্গলবার (১৪ মে) এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘বাণিজ্যে বাধা’ বিষয়ক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।

ব্যবসা পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বানও জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। বললেন, এতে বিদেশি বিনিয়োকারীদের আকৃষ্ট করা যাবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অনেক সময় দেখা যাচ্ছে, ব্যবসায়ীদের একই ধরনের তথ্য দফায় দফায় জানাতে হচ্ছে। এতেও বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা।

সেমিনারে আমদানি-রফতানি বাণিজ্যে গতি বাড়াতে আমালতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে, সম্পূরক শুল্ক আরোপ, নিবন্ধন প্রাপ্তি বিড়ম্বনা অনেক সময় গতি রোধ করে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply