ইসরায়েলি হামলায় নিহত জাতিসংঘের ভারতীয় ত্রাণকর্মী

|

গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে জাতিসংঘের ত্রাণকর্মীর। তবে এবার নিহত কর্মী একজন ভারতীয় নাগরিক। ইসরায়েলের হামলায় জাতিসংঘের বিদেশি কোনো ত্রাণকর্মী নিহতের ঘটনা এই প্রথম। সোমবার (১৩ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, রাফার কাছের একটি হাসপাতালে যাচ্ছিলো ত্রাণকর্মীদের একটি গাড়ি। এসময় সেটিকে লক্ষ্য করে চালানো হয় হামলা। আহত হন দুই কর্মীই। পরে হাসপাতালে নেয়া হলে মারা যান একজন। তার নাম বৈভব অনিল।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দাবি জানিয়েছেন পূর্ণ তদন্তের। যদিও ইতোমধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এযাবৎ জাতিসংঘের ১৯০ এর বেশি কর্মী প্রাণ হারিয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply