এসি মিলান ছাড়ছেন জিরু

|

ছবি: সংগৃহীত

চলতি মৌসুম শেষে এসি মিলান ছাড়ার ঘোষণা দিয়েছেন অলিভিয়ের জিরু। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার কথাও জানিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।

আগামী মাসে মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে জিরুর। ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার জিরু এই মৌসুমে মিলানের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে গোল করেছেন ১৬টি। সোমবার (১৩ মে) ক্লাবের সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিও বার্তায় মৌসুম শেষে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী তারকা।

জিরু বলেন, পরের দু’টি ম্যাচই হবে মিলানের হয়ে আমার শেষ। আমার ক্যারিয়ার চলমান থাকবে এমএলএসে। তিন মৌসুমে মিলানে যা কিছু করেছি, তার জন্য আমি খুব গর্বিত। বিদায় ঘোষণা করার এটাই সঠিক সময়। মিলানের সঙ্গে আমার গল্প শেষ হচ্ছে, কিন্তু মিলান আজীবন আমার হৃদয়ে থাকবে।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, এমএলএসে সাবেক জাতীয় দল সতীর্থ হুগো লরিসের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেবেন জিরু। চেলসি থেকে ২০২১ সালের জুলাইয়ে জিরু যোগ দেন মিলানে। ইতালিয়ান ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমেই সেরি আ শিরোপা জয়ের স্বাদ পান তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply