উপজেলা নির্বাচন: প্রচার-গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

|

দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা।

উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। গণসংযোগ, উঠান বৈঠক করে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চলছে লড়াই।

এলাকাজুড়ে বইছে নির্বাচনী আমেজ। যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। চান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক ভোট। ভোটের ময়দানে কোনো রকম সহিংসতা হোক, সেটা চান না তারা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোটগ্রহণ আগামী ২১ মে। এরপর তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply