বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি: মঈন খান

|

ফাইল ছবি।

সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে। তবে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কারাবন্দী বিএনপি নেতা আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা জানান।

এসময় তিনি বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। সরকারের পোষ্যরা অর্থ লোপাট করে পুরো দেশের অর্থনীতি ধ্বংস করেছ ফেলেছে।ক্ষমতার জন্য মিথ্যা ভুয়া নাটক করে প্রহসনের নির্বাচন করেছে সরকার। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়েও সরকার গণতন্ত্রকে হত্যা করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply