স্বস্তির বৃষ্টিতে ভিজলো সিলেট

|

সিলেট ব্যুরো:

সর্বোচ্চ তাপপ্রবাহের পরদিন শান্তির বৃষ্টিতে ভিজলো প্রকৃতিকন্যা সিলেট। শুক্রবার (১৭ মে) দুপুরে আর সন্ধ্যার বৃষ্টিতে স্বস্তি আসে জনজীবনে।

দুপুরের বৃষ্টি অল্পক্ষণ স্থায়ী হলেও সন্ধ্যার বৃষ্টির পর শীতল হয় নগরজীবন। এ সময় বৃষ্টি আর সাথে সাথে দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকাতে দেখা গেছে। অনেকে গরম থেকে গা ভিজিয়েছেন স্বস্তির বৃষ্টিতে।

আবহাওয়া অধিদফতর জানায়, বিকেল পর্যন্ত সিলেটে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর দুপুর ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি। যা চলতি বছরে সর্বোচ্চ।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply