বেনাপোল চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসায় ভারত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, শনিবার (১৮ মে) সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। অর্থাৎ চলমান নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ সময়ে শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল দিয়ে ভারত যেতে পারবে। টুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যাত্রী স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবে বলে জানায় ইমিগ্রেশন পুলিশ।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা পত্রে বলা হয়, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের সব আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এ কারণে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধসহ ভ্রমণ ভিসায় ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু মেডিকেল ভিসায় বাংলাদেশিদের পারাপারে বাধা নেই।
/এমএমএইচ
Leave a reply