স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য সমস্যা সমাধানে সাজেদা ফাউন্ডেশনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে হারপিক। সম্প্রতি রাজধানীর গুলশানে রেকিট বেনজিকার (বাংলাদেশ) পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
শনিবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে স্যানিটেশন বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত কর্মীরা জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভূমিকা পালন করছে। প্রায় প্রতিদিনই তাদের এই ঝুকিপূর্ণ কাজ করতে হয়। এর ফলে তারা চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই চুক্তি অনুযায়ী স্যানিটেশন কর্মী ও তাদের পরিবারের স্বাস্থ্যবীমা ও স্বাস্থ্য বিধির সচেতনতায় কাজ করবে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন।
রেকিট বেনজিকার (বাংলাদেশ) মহাব্যবস্থাপক ভিশাল গুপ্তা বলেন, সুস্বাস্থ্য মানুষের অধিকার। সবারই নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে।
সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা মো. ফজলুল হক বলেন, এই চুক্তি স্যানিটেশন কর্মীদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
/আরএইচ
Leave a reply