কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?

|

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. মোখবার বসতে পারেন রইসির আসনে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। বেঁচে নেই তার সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পূর্ব আজারবাইজানের গভর্নরও। রোববার (১৯ মে) হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ হন তারা। সোমবার তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট রইসি মারা যাওয়ার পর প্রশ্ন উঠেছে সে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট? ইরানের সংবিধান অনুযায়ী, রইসি মারা যাওয়ায় তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এ ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে।

ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply