মৃত্যুর পর কেউ রইসিকে স্মরণ করবে না: মার্কিন সিনেটর রিক স্কট

|

মার্কিন সিনেটর রিক স্কট বলেছেন, রইসির মৃত্যুর পর পৃথিবী একটি নিরাপদ জায়গায় পরিণত হবে এমনকি কেউ তাকে স্মরণ করবে না। রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার। শেষ পর্যন্ত তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পরে রইসির মৃত্যুর খবর নিশ্চিত হবার আগেই তাকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করেন রিক স্কিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, রইসি মারা গেলে পৃথিবী একটি নিরাপদ জায়গায় পরিণত হবে। তাকে কেউ সম্মান করে না। তার মৃত্যুর পর তাকে কেউ মনেও রাখবে না। ইরানের সাধারণ জনগণ একজন খুনি স্বৈরশাসকের কবল থেকে মুক্তি পাবে।

রিক স্কটের এক্স হ্যান্ডেলের পোস্ট।

প্রসঙ্গত, হেলিকপ্টারে প্রেসিডেন্ট রইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নরও ছিলেন বলে জানা যায়। তারা দেশটির সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply