রইসির মৃত্যুতে নীরবতা পালন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের

|

ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে নীরবতা পালন করলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। সোমবার (২০ মে) পরিষদের বৈঠক শুরুর আগে এই নীরবতা পালন করা হয়। এমনটা জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আনাদোলু জানায়– রাশিয়া, চীন ও আলজেরিয়ার অনুরোধে মহাকাশের নিরাপত্তা সংক্রান্ত কাউন্সিল অধিবেশনে এই নীরবতা পালন করা হয়। মোজাম্বিকের দূত পেদ্রো কোমিসারিও অফেন্সোর আহ্বানে দাঁড়িয়ে এক মিনিটের জন্য নীরবতা পালন করেন অন্যান্য দেশের প্রতিনিধিরা।

এদিকে, রইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন মহাসচিবের মুখপাত্র।

প্রসঙ্গত, রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।

প্রেসিডেন্ট রইসির জানাজা আগামীকাল মঙ্গলবার (২১ মে) তাবরিজে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply