বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে এখনও আসে সালমান খানের নাম। নান সময়ে নানান কারণে বিতর্কে এসেছে তার নাম। কখনও বন্য প্রাণী শিকার তো আবার কখনও ফুটপাতে গাড়ি তুলে দিয়ে ঘটিয়েছেন মারাত্মক দুর্ঘটনা। তবে সব সময় পাশে ছিলেন বাবা সেলিম খান। দিয়েছেন সাধ্যমত পরামর্শ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খানকে প্রশ্ন করা হয়, এমন সময়গুলোতে তার ভূমিকা কেমন ছিল? উত্তরে জানান, তিনি কখনও প্রশ্রয় দেননি। ভুল শুধরে দেয়ার চেষ্টা করেছেন।
তিনি বলেন, যখনই সালমান কোনও ভুল করে, সবাই সমালোচনা করে। কিন্তু আমার থেকে সবাই কী আশা করে? ভালবাসা নিঃস্বার্থ হয়। আমি বলতে পারব না, সালমান, তোমাকে এই বিষয়ে একদম সঠিক হতে হবে। বা, আরবাজ, তোমায় এটা করতে হবে। তাহলেই আমি তোমাদের ভালবাসব। ওরা আমার সন্তান। আমি ওদের ভালবাসি। আমি ওদের পাশে থাকব এবং রক্ষা করব। কিন্তু এটাও ঠিক, ওদের কিছু কাজকে আমি সমর্থন করি না।
একটি পার্টিতে পরিচালক সুভাষ ঘাইকে চড় মেরেছিলেন সালমান। সেসময় পরিচালকের কাছে ছেলেকে ক্ষমা চাইতে বলেছিলেন সেলিম খান। তিনি বলেছিলেন, ওই ঘটনার পরের দিন সকালে চা খাওয়ার সময় সালমান আমাকে সব ঘটনা বলে। আমি জিজ্ঞাসা করলাম, ও নিজের ভুল বুঝতে পেরেছে কি না। ও বললো, ভুলটা ওর এবং মদ্যপ অবস্থায় থাকার জন্য এটা ঘটেছে। সঙ্গে সঙ্গে সুভাষের কাছে ওকে ক্ষমা চাইতে বলি। ও সেটাই করে।
এটিএম/
Leave a reply